যশোর প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা সংস্থা( ডিবি) পুলিশ আলাদা অভিযানে নতুন জাতের মাদকের সন্ধান সহ ৪২ বোতল নতুন মাদক ESKUF CODEINE ও ৪০ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজাসহ পাঁচজন কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷ মঙ্গলবার বিকালে ও সন্ধার দিকে শার্শা চালিতাবাড়িয়া এলাকা থেকে নতুন মাদক সহ চার কারবারি এবং বেনাপোল থানা এলাকার ভবেরবেড় এলাকা থেকে নারী মাদক কারবারিকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার করা হয়৷
গ্রেফতার আসামীরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকার কাঁধপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮),মিজানুর রহমানের ছেলেরবিউল ইসলাম @ রবি (২৪),সুরত আলী সরদা
রের ছেলে মেহেদী হাসান (২৭), মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম @ সম্রাট (২৪)কে নতূন মাদক সহ আটক করা হয়৷ এবং যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার ভবেরবেড় গ্রামের ইয়ার আলী মীরের মেয়ে তানজিলা বেগম (২৫) কে ৪০ বোতল ফেনসিডিল ও ৩কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়৷ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুপন কুমার সরকার জানান,আলাদা অভিযানে মঙ্গলবার বিকালে ও সন্ধার দিকে গোপন তথ্য পান যে, সীমান্তবর্তী ভারত থেকে ফেনসিডিলের বিকল্প ESKUF CODEINE নামক নতুন মাদক চোরাই পথে দেশে আসছে। বিষয়টি জেলা পুলিশ সুপার জানতে পেরে গোয়েন্দা শাখাকে গোপন তথ্য সংগ্রহ পূর্বক জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়৷
অপর দিকে মহিলা মাদক কারবারীকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আলাদা দুটি ঘটনায় শার্শা থানা এবং বেনাপোল থানায় আলাদা দুটি মামলা হয়েছে৷ ডিবি (ওসি) তিনি আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফেনসিডিলের বিকল্প মাদক ESKUF CODIENE ফেনসিডিলের ন্যায় সীমান্তবর্তী দেশ ভারত থেকে চোরাই পথে নিয়ে এসে ক্রয়/বিক্রয় করছিল। উক্ত মাদকের গায়ে ESKUF CODEINE লেখা আছে। এছাড়াও দেখা যায়, উক্ত মাদক ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের LABURATE PHARMACITICALS INDIA LTD নামক কোম্পানী প্রস্তুতকারক।