বিভিন্ন ব্রান্ডের মদসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার

যশোর প্রতিনিধি 

বিভিন্ন ব্রান্ডের মদসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ৭ মার্চ বিকালে শহরের পালবাড়ী পাওয়ার হাউজ পাড়া এলাকা থেকে দু’টি স্কুল ব্যাগসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বারমা কলোনী এলাকার দেবদাস বিশ^াসের ছেলে অমর বিশ^াস ও একই থানার মেহেরুন নগর গ্রামের সুশীল সরকারের ছেলে মিঠুন সরকার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়। শুক্রবার ৮ মার্চ সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি’র এসআই কাজী আব্দুল মান্নানসহ একটি টিম বৃহস্পতিবার ৭ মার্চ বিকেল অনুমান ৫ টায়  শহরের আরবপুর মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান পালবাড়ী পাওয়ার হাউজপাড়াস্থ জনৈক মশিউর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় দু’জন মাদক ব্যবসায়ী বিদেশী মদ বিক্রির জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে পৌছুলে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। এসময় অমর বিশ^াসের কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে দুই প্রকারের ৩ বোতল বিদেশীমদ ও মিঠুন সরকারের কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে দুই প্রকারের ৩ বোতল বিদেশীমদ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভারতীয় দু’টি পাসপোর্ট জব্দ করা হয়।#