সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে ওই কর্মকর্তাকে অনুপস্থিত পেয়ে এ নির্দেশ দেন তিনি।
অন্য যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাঁদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
দুদিনের সরকারি সফরে সিলেটে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ সকাল ৮টা ১০ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এসে পৌঁছেন। সিলেটে পৌঁছেই মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এরপর দুপুরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সামন্ত লাল সেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর লোকবল সংকট, দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এ ব্যাপারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তাকে সাসপেন্ডের (সাময়িক বরখাস্ত) নির্দেশনা দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় রোগীর অনাকাঙ্ক্ষিত ভিড় কমবে।
এছাড়া ৫ জেলায় ৫টি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।