আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আহতদের সংখ্যা দেবেন না কারণ এটি রাশিয়ার সামরিক পরিকল্পনায় সহায়তা করবে।
সাধারণত, ইউক্রেনীয় কর্মকর্তারা হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না।
জেলেনস্কি রবিবার বলেছিলেন, তিনি রাশিয়ার উদ্ধৃত স্ফীত পরিসংখ্যানের প্রতিক্রিয়া হিসেবে একটি আপডেট মৃতের সংখ্যা সরবরাহ করছেন।
“এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। তিন লাখ বা দেড় লাখ নয়। অথবা পুতিন ও তার মিথ্যাবাদী চক্র যা বলছে তা নয়।
যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকায় কয়েক হাজার বেসামরিক মানুষ মারা গেছে। কিন্তু প্রকৃত সংখ্যা জানা যায়নি।
“তাদের মধ্যে কতজন মারা গেছে, কতজন নিহত হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কতজনকে নির্বাসিত করা হয়েছে তা আমি জানি না।” বলেন তিনি।
ইউক্রেনের পক্ষে সামরিক মৃত্যুর সংখ্যা প্রদান করা বিরল এবং অন্যান্য অনুমান অনেক বেশি সংখ্যার ইঙ্গিত দেয়।
মার্কিন কর্মকর্তারা আগস্টে ইউক্রেনের সেনা নিহতের সংখ্যা ৭০ হাজার এবং আহত এক লাখ ২০ হাজার বলে উল্লেখ করেছেন।
রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জেলেনস্কি বলেন, এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার আহত হয়েছে।
বিবিসি রাশিয়া মিডিয়াজোনা ওয়েবসাইটের সঙ্গে একটি যৌথ প্রকল্পে ৪৫ হাজারেরও বেশি রাশিয়ান সেবাকর্মীর নাম প্রকাশ করেছে যারা মারা গেছে। তবে অনুমান করেছে যে মোট সংখ্যা তার চেয়ে বেশি হবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করেছে যে তিন লাখ ৫০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে।