পঞ্চগড়ে জাগপা নেতার মৃত্যুতে নিজামদ্দিন অমিতের শোক

Share

যশোর অফিস 
পঞ্চগড় জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম (মফি) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার রাতে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য,খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলা জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি, নিজামদ্দিন অমিত।
এক শোকবার্তায় তিনি বলেন, মফিজুল ইসলাম (মফি) ছিলেন একজন সৎ, সমাজসেবী ও সংগঠক হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তার অকাল মৃত্যু জাগপা ও ব্যবসায়ী সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Read more