যশোর অফিস
যশোরের বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ একজন বাংলাদেশি যাত্রীকে আটক করেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভারত থেকে আগত বাংলাদেশি যাত্রী মোঃ আব্দুস সালাম (৫০) বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশকালে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে এবং তাকে আটক করে।
আটককৃত যাত্রীর কাছ থেকে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে কানাডিয়ান ডলার ৩২ হাজার ২০০ এবং অস্ট্রেলিয়ান ডলার ৩৩ হাজার ৪০০, যার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।
আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সালাম (৫০) মুন্সিগঞ্জ জেলার সদরের রঞ্জা হাওলাদার গ্রামের আব্দুস সামাদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কলকাতায় সুমন নামের এক ব্যক্তি তাকে উক্ত ডলারগুলো হস্তান্তর করে এবং যশোরে জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।