রাজধানীতে পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ঢাকা অফিস: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরের পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে ফারদিন আহমেদ আব্দুলাহ নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফারদিন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদী এলাকার মহিবুর রহমানের ছেলে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর ধলপুরে ভাড়া থাকে।

নিহত শিশুর মা মোসলেমা বেগম বলেন, ‘ভাইরে কি আর কমু। আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ফারদিন ছিল ছোট। ফারদিনের বাবা যাত্রাবাড়ী এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। আমরা চলতি মাসে ধলপুরের এই বাড়ির তৃতীয় তলায় নতুন ভাড়াটিয়া হিসেবে এসেছি। প্রতিদিনের মতো আজকেও শিশু ফারদিনকে নিয়ে পাঁচ তলার ছাদে কাপড় শুকাতে যাই। বাড়িওয়ালা প্রথমেই বলেছিল ছাদে কিন্তু রেলিং নাই। শিশু নিয়ে ছাদে গেলে সাবধানে থাকবেন। কিন্তু ফারদিন কান্নাকাটি করলে তাঁকে কোল থেকে নামিয়ে আমি কেবল কাপড় শুকাচ্ছিলাম। পেছনে তাকিয়ে দেখি আমার ফারদিন নাই রে ভাই।’
মোসলেমা বিলাপ করতে করতে আরও বলে, ‘পরে আমি এদিক–ওদিক তাকিয়ে দেখি নিচে পড়ে আছে আমার ফারদিন। চোখের পলকেই সে নিচে পড়ে গেছে। কেন ওই আমার কোলের থেকে নামল। আহারে ভাই মাত্র কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ কি থেকে কি হইয়া গেল।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শিশু ফারদিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।