অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি পেলো ইউপি চেয়ারম্যান

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অপহরণের ৪ ঘণ্টা পর মুক্তি ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে মুক্তি দিয়েছে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ‘কেএনএফ’ সদস্যরা।

উহ্লা মং মারমা বান্দবানের পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান। রবিবার রাত ৯টার দিকে তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান ইউপি চেয়ারম্যঅন উহ্লা মং মারমার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে উহ্লা মং মারমাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। পরে রাত ৯টার দিকে কেএনএফ সদস্যরা চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছে।

অপহৃত পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমা বলেন, এখন সুস্থ আছি। স্থানীয়দের সঙ্গে রাত ১১টায় বাড়ি ফিরে এসেছি।
তবে অপহরণের কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি। ছাড়া পাওয়ার জন্য কোন মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা সে ব্যপারেও কিছু জানাননি অপহৃত ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমা।
উল্লেখ্য, রবিবার বান্দরবানের রুমায় কেউক্রাডং থেকে ফেরার পথে বিকাল সাড়ে ৩টায় কেওক্রাডং সড়কের ৪নম্বর কালভার্ট এলাকা থেকে কেএনএফ সদস্যরা তাকে অপহরণ করা হয়।