বেড়েই চলছে দেশের রিজার্ভ বর্তমান বৃদ্ধি ২৬ বিলিয়ন ডলার ছাড়াল

Share

ঢাকা টাওয়ার ডেস্ক  _  

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( আইএমএফ ) এর হিসাব পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার যা  দুই হাজার ১১১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার হয়েছে ”

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৬৩৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ডলারবাং

লাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খানের দপ্তর ‘ এই তথ্য জানান।

মার্চের প্রথম সপ্তাহে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়া‌রি এবং ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধ করার পর ৯ মার্চ রিজার্ভ এক হাজার ৯৬৪ কোটি বা ১৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে নামে।

এরই আগে আরেক দফা (আকু) এর বিল পরিশোধ করে বাংলাদেশ।

৯ই জানুয়ারি (আকু) নভেম্বর এবং ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়। তখনো ২১ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ কমে ”

এরপর যথারীতি বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগ্রহ করা রেমিট্যান্সের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি, রপ্তানি আয় ও বৈদেশিক ঋণ রিজার্ভে যোগ হয়ে রিজার্ভ _ (২১) বিলিয়ন ডলার অতিক্রম করে ‘ সর্বশেষ একই প্রক্রিয়ায় বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

(আকু) আন্তঃদেশীয় একটি লেনদেন নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যম ‘ বাংলাদেশ, ভূটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।

ইরানের রাজধানী তেহরানে (আকু)র সদর দপ্তর  ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে ।

Read more