যশোরে আলাদা অভিযান বিদেশী মদ ও ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশী মদ বহনকারী প্রাইভেট কার এবং ১শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, যশোর শহরের ঘোপ জেলরোড বেলতলার মৃত আসাদুল্লাহ দেওয়ান বাবরের ছেলে সাব্বির উল্লাহ। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে  দু’টি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে,ডিবি’র এসআই হরষিত রায়সহ একটি চৌকস টিম মঙ্গলবার ৪ ডিসেম্বর বিকেল ৫ টার পর সদর উপজেলার শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার পলিটেকনিক কলেজ রোডস্থ সাজনা ইন্টারন্যাশনাল এর সামনে থেকে সাব্বিল উল্লাহকে গ্রেফতার করে। এসময় তার দখলে থাকা ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,ডিবি’র এএসআই নাজমুল ইসলাম জানান, তিনিসহ একটি চৌকসটিম মঙ্গলবার ৪ ডিসেম্বর সকালে যশোর সদর উপজেলার ধোপাখোলা পশ্চিমপাড়া গ্রামের জনৈক জাহিদুল ইসলামের বাড়ির পূর্ব পাশে বেনাপোল থেখে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-১১-৪৯৮৯) নতুনহাট মোড় থেকে ধাওয়া কওে প্রাইভেট কারটি জব্দ করে। এসময় প্রাইভেট কার ফেলে প্রাইভেট কারের  মধ্যে থাকা ২/৩জন পালিয়ে যায়। প্রাইভেট কারের মধ্যে থাকা ২৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ইয়াবাসহ গ্রেফতারকৃত সাব্বির  উল্লাহকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে