যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি 
যশোর আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোকাররম হোসেনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার সভাপতি শিরিনা সুলতানা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল আমিন, দাতা সদস্য নওয়াব আলী, সহকারী প্রধান শিক্ষক সবুজ বিপ্লব, সিনিয়র শিক্ষক আলমাস উদ্দিন, সহকারী শিক্ষক নূরে জাকিয়া সুলতানা, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার রুহুল আমিন, অভিভাবক সদস্য অ্যাডভোকেট আরমান আলী, অভিভাবক সদস্য রুহুল আমিন ও অভিভাবক সদস্য আবুল কালাম।অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ‘নতুন শিক্ষাক্রম নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর জীবনচলার সব ধরণের গাউডলাইন থাকবে। সর্বক্ষেত্রে পারদর্শী করার ব্যবস্থা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি সংগীতচর্চা, সাহিত্যচর্চা, বিনোদন, লেখাধূলা, রান্নাবান্নাসহ ধরণের অধ্যায়ন রয়েছে। তাই নতুন শিক্ষাক্রমে অভিভাবকদের ইতিবাচক প্রভাবক থাকতে হবে। শিক্ষার মানউন্নয়নে অভিভাবক সচেতনতার বিকল্প নেই।