যশোরে মোটর সাইকেল চুরির সাড়ে ৩ মাস পর কোতয়ালি থানায় মামলা

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক বাড়ি হতে গভীর রাতে গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে মোটর সাইকেলের ঘাড়ের লক সু-কৌশলে খুলে চুরির অভিযোগে ৩মাস ২৫দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্বাচ আলীর ছেলে জাহিদুল ইসলাম। মামলায় আসামী করেন, অজ্ঞাতনামা চোর বা চোরদের। মামলাটি তদন্তে নেমেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল।
মামলায় বাদি উল্লেখ করেন,তার ব্লু রংয়ের পালসার ১৫০সিসি মোটর সাইকেল রয়েছে। যার রেজিষ্ট্রেশন নং (যশোর ল-১৩-৫৬৮৪)। গত ১ আগষ্ট রাত ১২ টায় তিনি তার মোটর সাইকেলটি বসত ঘরের রুমের মধ্যে ঘাড় লক করে ঘরের দরজা ও গেটের তালা লাগিয়ে স্ব-পরিবারের যে যার মতো ঘুমিয়ে পড়েন। ২আগষ্ট ভোর রাত অনুমান ৪ টার সময় ঘুম থেকে উঠে দেখেন তার মোটর সাইকেল নেই। অজ্ঞাতনামা চোর বা চোরেরা ওই সময়ের মধ্যে মোটর সাইকেলটির ঘাড় লক সু-কৌশলে নিয়ে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি টের পেয়ে তার বাড়ির লোকজন ও আত্মীয় স্বজনসহ এলাকার সম্ভাব্য সকল স্থানে অনেক খোজাখুজি করে চুরি যাওয়া মোটর সাইকেল  উদ্ধার বা প্রকৃত চোর/ চোরদের সন্ধান না পেয়ে থানায় মামলা করতে দেরি হয়। রোববার ২৬ নভেম্বর রাত সাড়ে ১১ টায় কোতয়ালি থানায় মামলা হলেও মামলাটির তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপর। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার কিংবা চোরদেও সনাক্ত করতে পারেনি।