যশোরে পুলিশের হাতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ^াসের ছেলে আব্দুল হালিম,একই উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের খামার বাগডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন ও একই এলাকার নূর ইসলামের ছেলে সোহান হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নূর ইসলাম জানান, শনিবার ২৫ নভেম্বর রাত সোয়া ৯ টার পর গোপন সূত্রে খবর পান সদর উপজেলার দোগাছিয়া বৃত্তিপাড়া গ্রামের কাজী শাহেদ আহমেদ কলেজের সামনে জনৈক দু’জন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত সাড়ে ৯ টায় পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দু’জন মাদক বিক্রেতা পালানোর এক পর্যায় আল আমিন ও সোহান হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা ৭০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে, চাঁচড়া ফাঁড়ী পুলিশ সূত্রে বলা হয়েছে রোববার ২৫ নভেম্বও বিকেলে সদর উপজেলার বাগেরহাট বাজারস্থ আব্দুল হালিমের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ক্যাশ ড্রয়ারের মধ্যে থাকা ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।