এসএসসির কেন্দ্র তালিকা প্রকাশ, পরীক্ষা কবে?

Share

আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠি বোর্ডের অধীনে মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হলো।

এর পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এসএসসি পরীক্ষা কবে?

সাধারণত, বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়। গত বছর এপ্রিল মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য পরীক্ষা কবে হবে তা ঠিক করা হয়নি।

এছাড়া ফেব্রুয়ারিতে রমজান ও মার্চের শেষে ঈদুল ফিতরের কারণে পরীক্ষা নেওয়াও সম্ভব নয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আজকে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছি।

পরীক্ষা কোন মাসে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির ক্যালেন্ডার (একাডেমিক ক্যালেন্ডার) পাওয়া যায়নি। ক্যালেন্ডার পাওয়ার পর পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে।

ভোটের কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এখনও তারিখ ঠিক হয়নি। পেছানোর প্রশ্ন তো পরে।

Read more