যশোরে ভোরের সাথীর উদ্যোগে ইন্সট্রাক্টর মোস্তফা দম্পতির ৫০ বছর পালন

যশোর প্রতিনিধি
কেক কেটে ফুল ছিটিয়ে পালন করা হলো গোলাম মোস্তফা দম্পতির বিয়ের ৫০ বছরপূর্তি (সুবর্ণ জয়ন্তী) উৎসব।যশোরের স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ‘ভোরের সাথীর’ ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা ও তার স্ত্রী মাসুদা আক্তার দোলার বিয়ের ৫০ বছরপূর্তিতে আনন্দ উৎসব করা হয়।
শুক্রবার সকালে যশোর শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে উৎসবের আয়োজন করা হয়।
সকালে গোলাম মোস্তফা দম্পতি, তাদের মেয়ে ও নাতি-পুতনিদের নিয়ে কমিউনিটি সেন্টারে এলে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
শুরুতেই এই দম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন ভোরের সাথীর সহ-সভাপতি আকরামুজ্জামান রবি, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আরজু ও সদস্য ফারহানা পলি।
এরপর ভোরের সাথীর পক্ষ থেকে এই দম্পতির হাতে তুলে দেয়া হয় নানা উপহার সামগ্রী।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ভোরের সাথীর ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা বলেন, এমন আয়োজনে আমি খুবই অভিভূত, ভাষায় বোঝানো যাবে না। ভোরের সাথীর বন্ধুরা এমন একটি আয়োজন করে আমাদের পরিবারের সদস্যদের দারুণ একটি সারপ্রাইজ দিয়েছেন। তাদের সকলের প্রতি আমি ও আমার পরিবারের সকলেই কৃতজ্ঞ।
অনুষ্ঠানে সংগঠনের দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে সকলে একসাথে ভূরিভোজে অংশ নেন।
ঝিনাইদহ পৌর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা ১৯৭৩ সালের ২৩ নভেম্বর যশোর শহরের প্রথম কসবা এলাকার কাজী মোকসেদ আলীর মেয়ে মাসুদা আক্তার দোলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তারা চার কন্যা সন্তানের বাবা-মা।