যশোর প্রতিনিধি
শহরের শংকরপুর হাজারী রেলগেট সন্যাসী দিঘীর পাড়স্থ গোল্ডেন লাইফ প্রি ক্যাডেট স্কুল হতে মালামাল চুরি হওয়ার ২৭ দিন পর জনগনের সহায়তায় অজয় গাইন নামে এক চোরকে আটক করাহ হয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক স্কুল হতে চুরি যাওয়া যমুনা ও বিআরবি ফ্যানের সাদা রংয়ের ক্যাপ ৪টি, সাদা ও ফিরোজা রংয়ের ২৫গজ তার, কালো রংয়ের ১৫ গজ তার, ১ সে সাউন্ড সিস্টেম ৩টি স্পিকার,৫৯ ওয়াটের ১টি সুপার স্টার ফ্লাড লাইটসহ ২০ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে। গ্রেফতারকৃত চোর অজয় গাইন যশোর শহরের নাজির শংকরপুর (হাজারী গেট) এলাকার যোগেশ গাইনের ছেলে। এ ঘটনায় স্কুলের পরিচালক নাজির শংকরপুর হাজারী গেট এলাকার নজরুল ইসলামের ছেলে ইনামুল কবির বাদি হয়ে বুধবার ১৫ রাতে কোতয়ালি থানায় মামলা দিয়েছে।
মামলায় তিনি উল্লেখ করেন, তার শহরের শংকরপুর হাজারী রেলগেট সন্যাসী দিঘীর পাড়ে গোল্ডেন লাইফ প্রি-ক্যাডেট স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। উক্ত স্কুল তিনি নিজেই পরিচালনা করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে বাদির স্ত্রী মোছাঃ জুলেখা আক্তার ওরফে পলিসহ আরো ১৭ জন শিক্ষক আছেন। বাদির স্ত্রী উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। বাদির স্ত্রীসহ অন্যান্য শিক্ষকগন গত ১৯ অক্টোবর বিকেল ৪ টায় স্কুল বন্ধ করে যারযার বাড়িতে চলে যান। পরবর্তীতে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় বাদির স্ত্রী স্কুলে গিয়ে দেখেন স্কুলের ক্লাস রুমে ব্যবহৃত ৩টি যমুনা ফ্যান,১টি বিআরবি ফ্যান, ১ সেট সাউন্ড সিস্টেম ৩টি স্পিকার, ফ্লাড লাইট,৪টি টিউব লাইট, বিদ্যুতের কাজে ব্যবহৃত তারসহ ৪০ হাজার টাকার মালামাল নেই। চুুরির বিষয় স্কুলের শিক্ষকেরা কেউ কিছু বলতে পারেনা। পরবর্তীতে বাদিসহ স্কুলের শিক্ষকেরা উক্ত স্কুল হতে চুরি হওয়া মালামাল খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায় গত বুধবার ১৫ নভেম্বর দুপুর আনুমানিক পৌনে ২টায় স্কুলের পাশর্^বর্তী একটি বাসায় চুরি করার চেষ্টা করাকালে উক্ত অজয় গাইন নামে এক চোরকে স্থানীয় জনসাধারণ হাতে নাতে আটক করে। পরে তাকে মারপিট করলে সে জনগনের কাছে স্বীকার করে গত ২১ অক্টোবর রাত ১১ টায় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়। পরে স্কুলের পরিচালক পুলিশকে খবর দিলে থানা থেকে পুলিশ এসে চোর অজয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে চুরির কথা স্বীকার করে। সে আরো স্বীকার করে উক্ত স্কুলের মালামাল নাজির শংকরপুর হাজারী রেলগেট সন্যাসী দিঘীর পাড় মৃত খলিলুর রহমানের ছেলে শাহিন এর ঘর হতে ২০ হাজার টাকার মালামাল উদ্ধার করে। এ সময় চোর অজয় গাইনের হাতে চোরাই কাজে ব্যবহৃত সরাঞ্জাম উদ্ধার করে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুরে চোর অজয় গাইনকে আদালতে সোপর্দ করা হয়েছে।#