যশোরে তিনটি বার্মিজ চাকুসহ তিন কিশোর অপরাধি আটক দ্রুত বিচার আইনে মামলা

যশোর প্রতিনিধি:ক্ষমতার দাপট দেখিয়ে ত্রাস সৃষ্টির করার জন্য জনমনে আতঙ্ক তৈরি করে দেশি অস্ত্র কাছে রাখার অপরাধে তিন কিশোর অপরাধিকে তিনটি বার্মিজ চাকুসহ আটক করেছে। আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সারুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুরের (হারান কলোনি) দাউদ হোসেনের ছেলে জিসান ওরফে ভাগ্নে

জিসান (২১) মাইকপট্টি অন্টার বাড়ির ভাড়াটিয়া রাজু আহম্মেদ ওরফে মোহম্মদ আলীর ছেলে আরাফাত আহমেদ (২০) ও পুলেরহাট মন্ডলগাঁতি
গ্রামের জহুর আলীর ছেলে রায়হান হোসেন (২০)।এঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) হেলাল উজ্জামান মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়।

মামলায় হেলাল উজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরপার্ক থেকে তিনজনকে আটক করা হয়। আটক
তিনজন পৌরপার্কে ক্ষমতার দাপট দেখানোর জন্যদেশি অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতংক সৃষ্টি করছিলো।

পুলিশ ঘটনাস্থলে পৌছুলে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও তিনজন আটক হয়। পুলিশ আটককৃত
তিনজনের কাছ থেকে তিনটি বার্মিজ চাকু উদ্ধার করে।