বিজয়ের মাস ডিসেম্বরে ঐতিহাসিক তিনটি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন যশোরের উদ্যোগে সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি 
বিজয়ের মাস ডিসেম্বরে ঐতিহাসিক তিনটি দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন যশোরের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে যশোর কালেক্টারেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা পরিষদের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ।