হেরোইনের মামলায় বেনাপোলের মাদক  ব্যবসায়ী শাহাজামালের যাবজ্জীবন কারাদন্ড

যশোর প্রতিনিধি 
হেরোইনের মামলায় বেনাপোলের মাদক স¤্রাট শাহাজামাল বাদশাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। ১৪ নভেম্বর মঙ্গলবার অতিরিক্তি দায়রা জজ তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহাজামাল বাদশা বেনাপোলের বারপোতা গ্রামের মৃত নুর হোসেন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৩ জুন শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামতলা বাজারে অভিযান চালায়। এসময় শাহাজামাল বাদশাকে আটক ও তার কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সৈয়দ বকতিয়ার আলী আটক বাদশার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আসামি বাদশাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশীদ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শাহাজামাল বাদশার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।#