যশোরে বিয়ের নাটক সাজিয়ে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা গ্রেফতার-২

যশোর প্রতিনিধি 
প্রতারনা মূলকভাবে এক ব্যক্তির নিকট হতে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে  ২লাখ ৩২ হাজার ১০ টাকা হাতিয়ে নিয়ে সরাসরি দেখা করে জোর পূর্বক ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন, যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে খায়রুল ইসলাম। মামলায় আসামী করেন,যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী চান্দিনা বেগম ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পিবিআই দুই প্রতারক গ্রেফতার করে মঙ্গলবার দুুপুরে আদালতে সোর্পদ করে।
মামলায় গ্রেফতারকৃত আসামী ছাড়াও অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে মামলায় উল্লেখ করেন, চান্দিনা বেগমের সাথে  প্রায় ৩মাস আগে বাদির পরিচয় হয়। বাদির স্ত্রী মারা যাওয়ার পর তাকে দেখাশুনা করার জন্য বাদি পুনরায় বিয়ে করতে চাই। চান্দিনা বেগমের সাথে পরিচিতি হওয়ায় তার কাছে বাদি পুনরায় বিয়ে করার কথা জানাই। চান্দিনা বেগম বাদিকে বলে যে, বিয়ে করার মতো ভাল একজন মহিলা আছে। যাকে বিয়ে করলে বাদি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। এরপর চান্দিনা বেগম বাদিকে সেই ম হিলার ব্যবহৃত মোবাইল নাম্বার বাদিকে প্রদান করে। এরপর থেকে উক্ত মহিলার সাথে বাদির ফোনে অনেক কথা হয়। এক পর্যায়ে উক্ত মহিলার সাথে বাদির সুম্পর্ক সৃষ্টি হয় এবং তাকে বাদি বিশ্বাস করা শুরু করেন। উক্ত মহিলা বাদিকে বিয়ে করতে  চাই এবং বলে তার মা অসুস্থ্য।তার মা সুস্থ্য হলে সে বাদিকে বিয়ে করবে। এইভাবে উক্ত মহিলার রপ সেজে চান্দিনা বেগম বাদির বিশ্বাস অর্জন করেন। কয়েকদিন পর উক্ত মহিলা বাদিকে জানায় তার মায়ের  চিকিৎসার জন্য তাকে কিছু টাকা ধার দিতে হবে এবং সে এটাও বলে পরবর্তীতে বাদিকে টাকা ফেরত দিবে। বাদি দিতে রাজি হলে পাঠানোর জন্য বাদিকে গ্রামীন ও রবি কোম্পানীর দু’টি বিকাশ নাম্বারধারী দু’টি মোবাইল নাম্বার দেয়। বাদি গত ২৬ আগষ্ট হতে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতারক মহিলার দেওয়া দু’টি বিকাশ নাম্বারে বিভিন্ন সময় ২লাখ ৩২ হাজার ১০ টাকা প্রাদন করেন। পরবর্তীতে বাদি উক্ত মহিলাকে বিয়ে করার জন্য বললে সে বিভিন্ন রকমের তালবাহনা শুরু করে। বাদি তখন টাকা ফেরত চাইলে উক্ত মহিলা বাদিকে যশোর আসতে বলে এবং বলে যশোর আসলে বাদিকে বিয়ে করবে।বাদি গত ৫ নভেম্বর বিকেল ৩ টায় উক্ত মহিলার সাথে বাদি দেখা করতে আসে। যশোর শহরতলী পালবাড়ী মোড় রুপালী ব্যাংকের নিকটে বাদি আসলে উক্ত চান্দিনা বেগম ও হাফিজুর রহামনসহ অজ্ঞাতনামা ২/৩জন বাদির নিকটে এসে বলে চান্দিনা  বেগম বলে অজ্ঞাতনামা মহিলার এয়ারটেল মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সে মোবাইল নাম্বারটি চান্দিনা বেগমের  এবং চান্দিন বেগম নিজেই অজ্ঞাতনামা মহিলা সেজে বাদির সাথে কথা বলেছি। তখন বাদি তার নিকট বাদির দেওয়া ২লাখ ৩২ হাজার টাকা ফেরত চাইলে উক্ত চান্দিনা বেগম ওহাফিজুর রহমানসহ তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিগণবাদিকে টাকা ফেরত দিবেনা বলে জানায়। বাদি এ সংক্রান্তে কোন মামলা করলে বাদিকে প্রাণে শেষ করে ফেলবে বলে হংকার কলে এবং বাদির নিকটে থাকা নগদ ২০ হাজার টাকা ও বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ ঘটনায় প্রতিকার পেত বাদি কোতয়ালি থানায় মামলা করেন।