যশোরে ট্রাক চালককে ছুরিকাঘাত করে নগদ টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা গ্রেফতার-১

যশোর অফিস
যশোরে চিহ্নিত সন্ত্রাসীরা মফিজুল ইসলাম নামে এক ট্রাক চালককে গতিরোধ করে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ী আঘাত করে নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। ঘটনার সময় স্থানীয় লোকজন সংবাদ শুনে ঘটনাস্থল থেকে সাজিম নামে এক সন্ত্রাসীকে ধরে মারপিট করেছে। এ ঘটনায় আহত ট্রাক চালকের ছেলে বাদি হয়ে শুক্রবার দুপুরে কোতয়ালি থানায় মামলা দিয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সাজিম,আবাদ কচুয়া (হাতেম পাড়া) এলাকার অহিদের ছেলে সোহানসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় সদর উপজেলার হামিদপুর (মাঠপাড়া) গ্রামের মফিজুল ইসলামের ছেলে শামীম আক্তার সাগর বাদি হয়ে মামলায় উল্লেখ করেন,তার পিতার নিজস্ব ট্রাক আছে। সে বিভিন্ন এলাকায় ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত ২৬ অক্টোবর বুধবার মফিজুল ইসলাম ট্রাক চালানো শেষ করে মটের সাইকেল যোগে রাত ১১ টায় বাড়ির দিকে রওয়ানা করে। রাত সাড়ে ১১ টায় মফিজুল ইসলাম কচুয়া-হামিদপুর গ্রামস্থ ফাাঁকা মাঠের কাছে আসলে উল্লেখিত আসামীসহ বাদির পিতার হত্যার উদ্দেশ্যে মোটর সাইকেলের গতিরোধ করে। কোন কথাবার্তা বলে সাজিম ধারালো চাকু দিয়ে মফিজুল ইসলামের শরীরের বিভিন্নস্থানে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। সোহান মফিকুলের বাম হাতের বাহুতে ও কোমরে চাকু দিয়ে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। সাজিম মফিজুলের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সোহান বাদির পিতার পকেটে থাকা ২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মফিজুল ইসলাম প্রানে বাঁচার জন্য ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাজিমকে ধরে ফেলে। তার সহযোগী সোহানসহ অজ্ঞাতনামারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় জনগন সাজিমকে আহত করে। মফিজুল ইসলাম ও সাজিমকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।#