লালন ভক্তদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদকে সামনে রেখে করোনাকালীন দূর্যোগে নিরন্ন বাউলের হাতে হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী।

কুষ্টিয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের দুঃস্থ লালন ভক্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ছেঁউরিয়ার লালন আঁখড়ার একাডেমিতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বেলা ১১ টায় সময় লালন ভক্তদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি থেকে ৭৯ জন বাউল ও লালন ভক্তদের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সেলিম শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার সরকার, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, এনডিসি আহমেদ সাদাত, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান, ও লালন একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।