যশোরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারপিটের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি 
যশোরে পূর্ব শত্রুতার কারনে চিহ্নিত সন্ত্রাসীরা সদরের ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের এক বাড়িতে ঢুকে বৃদ্ধ নূর মোহাম্মদ (৬০)কে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী মারপিট ও ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় একই পরিবারের এক নারীসহ চারজনের বিরুদ্ধে বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,ওই গ্রামের বাবর আলী দফাদারের ছেলে শাহিনুর রহমান। মামলায় আসামীরা হচ্ছে,ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ইউসুফের ছেলে ইব্রাহীম,ইমরান, ইলিয়াস ও ইউসুফের স্ত্রী জাকিয়া বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
আসামীরা এলাকায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। গত ২৫ অক্টোবর বুধবার দুপুর ১ টায় আসামীরা পুর্ব শত্রুতা বসত বাদির বাড়িতে ঢুকে বাদির চাচা নূর মোহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আসামীরা নূর মোহাম্মদকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। ইব্রাহিম নুর মোহাম্মদকে মেরে ফেলার জন্য ধারালো দা দিয়ে কোপ মেওে ডান চোখের উপরে গুরুতর কাটা জখম করে। অন্যান্য আসামীরা বাদির ভাইকে লাঠি দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিবিন্ন স্থানে রক্তজমা ও ফোলা জখম করে।বাদি ঘটনার বিষয় জানতে পেওে দ্রুত বাড়িতে এসে তার চাচা নুর মোহাম্মদকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকেরা নূর মোহাম্মদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন।।