সরকারী ঘর পাইয়ে দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

যশোর প্রতিনিধি 
ভূমিহীন দরিদ্রদের কাছথেকে সরকারী বরাদ্দের ঘর পাইয়ে দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইকবাল নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক ভুক্তোভুগি কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক ইকবাল বারান্দী মোল্লাপাড়ার সাহেব আলীর ছেলে। মামলাটি করেছেন খালধার রোডের জসিম হোসেন।
মামলায় উল্লেখ করেন, তিনি অসহায় ও গরীব। তাকে প্রলোভন দেখায় ইকবাল সরকারী ঘর পাইয়ে দেবে। এছাড়া বিভিন্ন কাগজপত্রও তাকে দেন। যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন কর্মকর্তাদের সইও ছিলো। এসব কাগজপত্র দেখে তিনি আস্বস্ত হয়ে তার ইকবালকে ৪১শ’ টাকা দেন। কিন্তু পরবর্তিতে সে জানতে পারে ওইসব কাগজপত্রে সাক্ষরগুলো জাল। এছাড়া একইভাবে অন্যদের কাছথেকেও টাকা নিয়েছেন। একইভাবে আরতীর কাছ থেকে ৫শ’ তাপসীর কাছথেকে তিন হাজার, মঈনের ৫শ’ রফিকুলের কাছ থেকে দুই হাজার, শাকিলের কাছথেকে ২৫শ’, আক্তারের কাছ থেকে ২১শ’ , রিফাজুলের কাছথেকে চার হাজারসহ অন্তত ৫০/৬০ জনের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার ওই টাকা ফেরত চাইলে ইকবাল টাকা আদায় করে নিতে বলে। পরে জসিম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে ইকবালকে আটক করে।