যশোরে আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে  কর্মচারী নিয়োগে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি 
যশোর সদরের আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারী নিয়োগে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির সদস্যদের পাশকাটিয়ে বহুল আলোচিত প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি পারস্পারিক যোগসাজসে মোটা অংকের এই অর্থ বাণিজ্য করেছেন বলে এলাকায় লোকমুখে চাউর হয়েছে। স্কুলটিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। কমিটির মেয়াদপূর্তির মাত্র কয়েকদিন আগে আদালতে বিচারধীন মামলার বিষয়টি গোপন করে এই ‍নিয়োগ বাণিজ্যের ঘটনা ঘটেছে। এরমধ্যে অতি গোপনে নতুন ম্যানেজিং গঠনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয়দের মধ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করলেও নিয়োগ বাণিজ্যে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন। অন্যদিকে বহুল আলোচিত সভাপতি ও যুবলীগ থেকে বহিস্কৃত নেতা মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করে ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে, মশিউল আযম ওরফে মশিউর রহমান জানিয়েছেন এসব অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে বিক্ষুব্ধদের পক্ষে যশোর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাউশির খুলনা বিভাগীয় উপ-পরিচালক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।#