কেন্দ্র সচিবের নির্দেশে মণিরামপুরে আলীম পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে নকল সরবরাহ করার অভিযোগ

যশোর প্রতিনিধি : যশোর মণিরামপুর উপজেলায় আলীম পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করছে। এছাড়া পরীক্ষায় উত্তর বলে দিচ্ছেন। কেন্দ্র সচিবের নির্দেশনা মোতাবেক শিক্ষকরা এ নকল সরবরাহ এবং পরীক্ষায় নকল করার সুযোগ করা দিচ্ছে। এ ঘটনায় যশোর শিক্ষা অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের অনুলিপি বিভিন্ন সরকারি দফতরে পাঠানো হয়েছে।
মণিরামপুরের সহকারি শিক্ষক আশরাফ আলীর পাঠানোর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এবার মণিরামপুর কেন্দ্রীয় ফাজিল মাদরাসায় উপজেলা আলীম পরীক্ষা চলছে। এ পরীক্ষার কেন্দ্র সচিব ওই মাদরাসার অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম। উপাধ্যক্ষ মাও. ইমরান হোসেন পরীক্ষার দিনে স্ব স্ব বিষয়ের শিক্ষকদের পরীক্ষার গার্ড দেয়ার ব্যবস্থা করেছেন। ১২ সেপ্টেম্বর ইতিহাসের পরীক্ষা ছিল। এ দিন ১০৬ নম্বর কক্ষে পরীক্ষার গার্ড দেন মণিরামপুর মহিলা আলীম মাদরাসার ইতিহাসের শিক্ষক ওহিদুজ্জামান বাদল। ১০৮ নম্বর কক্ষে পরীক্ষার দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। তিনি খেদাপাড়া ফাজিল মাদরাসার ইতিহাসের শিক্ষক। মণিরামপুর ঝালঝাড়া মাদরাসার ইংরেজি শিক্ষক মনিরুজ্জামান ১০৭ নম্বর কক্ষে দায়িত্ব পালন করেন। জালঝাড়া মাদরাসার অপর জীব বিজ্ঞান শিক্ষক ফাতেমা খাতুনও ১৯ সেপ্টেম্বর জীব বিজ্ঞান পরীক্ষার দায়িত্ব পালন পালন করেন।
তারা সবাই নকল সরবরাহ, পরীক্ষার উত্তর দেখিয়ে দিয়েছেন। কেন্দ্র সচিবের নির্দেশনা মতে তারা এসব কাজ করেছেন।
এ ব্যাপারে পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাও. শহিদুল ইসলাম জানান, নির্ধারিত দিনে স্ব স্ব শিক্ষকদের দায়িত্ব দেয়া হয় না। যদি কেউ অনুপস্থিত থাকেন সে ক্ষেত্রে জরুরি ভাবে দুএকজনকে এ দায়িত্ব পালন করেন। আর নকল সরবরাহের কথা অস্বীকার করেন। শিক্ষক আব্দুস সালামও অস্বীকার করেন।
শিক্ষক ওহিদুজ্জামান বাদল ইতিহাস পরীক্ষার দিনে দায়িত্ব পালন করেছেন কি না মনে পড়ছে না বলে জানান।