যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন ও  ফেনসিডিলের মামলায় দুই বছর কারাদন্ড 

যশোর প্রতিনিধি 
হেরোইনের মামলায় শাহ জামাল হোসেন ডালিমকে যাবজ্জীবন ও ফেনসিডিলের মামলায় শিমুল বিশ্বসকে ২ বছর কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদ রায়ে এ আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহ জামাল হোসেন ডালিম বেনাপোলের সাদিপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ও শিমুল বিশ্বাস ঝিকরগাছার সন্তোষ নগরের আবেদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকাল ১০ টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ভবের বেড় গ্রাম থেকে ২শ’ গ্রাম হেরোইনসহ শাহ জামাল হোসেন ডালিম আটক করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় এএসআই সৈয়দ শাহিন ফরহাদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই আব্দুর রশিদ আসামি ডালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি ডালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন।
অপরদিকে, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোার সদরের পতেঙ্গালী কবিরাজবাড়ির মোড় থেকে ১০ বোতল ফেনসিডিলসহ শিমুল বিশ্বাসকে আটক করে। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপপরিদর্শক নিরঞ্জন কুমার বিশ্বাস বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মরমার রায়ে আসামি আসামি শিমুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। #