যশোরে ওমানে পাচার মামলায় স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়া উপজেলার সুখদেবনগর গ্রামের হজরত আলীকে ওমানে পাচার মামলায় স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোর কোতয়ালি থানা পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক।
অভিযুক্ত আসামির হলো সুকদেবনগর গ্রামের ঘরমাই সালাহ উদ্দিন ও তার স্ত্রী শাহনাজ পারভীন।
মামলার অভিযোগে জানা গেছে, সালাহ উদ্দিন ওমানে থাকে। হায়দার আলীর ছেলে হজরত আলী বাড়িতে বেকার জীবনযাপন করছিল। হজরত আলীকে তারা ওমানে ২ লাখ টাকা বেতনে চাকরির প্রলোভন দেখায়। তাদের প্রস্তাবে রাজি হয়ে সালাহ উদ্দিনের স্ত্রীর কাছে দাবিকৃত ৩ লাখ টাকা দেয় হয়। ভিসা পাওয়ার পর ২০২২ সালের ৩ অক্টোবর হজরত আলীকে বিদেশে নেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে যশোর মনিহার বাসস্টান্ড থেকে বাসে উঠিয়ে প্রথমে ঢাকা এবং ওমান মাস্কট বিমানবন্দে পৌঁছালে আসামি সালাহ উদ্দিন তাকে নিয়ে যায়। এক সপ্তাহ পর সালাহ উদ্দিন ফোন করে হজরত আলীর পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে। সালাহ উদ্দিনের দাবিকৃত টাকা দিতে না পারায় হজরত আলীকে দাসত্ব শ্রমে বাধ্য করে। বিষয়টি জানতে পেরে হজরত আলীকে ফেরত আনার চেষ্টা করলে আসামি তালবাহান করতে থাকে। অবশেষে ছেলেকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি কোতয়ালি থানায় মামলা করেন।