‘শান্তি পুরস্কার’ নামে নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। প্রথমবার এই পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দিয়েছেন।
ফিফা সভাপতি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, আর সমালোচকরা নতুন করে চালু করা এই শান্তি পুরস্কারকে বলেছেন ‘অশ্লীল’।
খেলোয়াড়রা রাজনৈতিক বার্তা প্রদর্শনের কারণে প্রায়ই ফিফার জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়েন। কারণ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি বজায় রাখার কথা বলে এসেছে।
কিন্তু শুক্রবার, ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার তুলে দেন, যা রিপাবলিকান নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতাকেই আরও দৃঢ় করেছে।
সমালোচকরা উল্লেখ করেছেন, পুরস্কার দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময় আগে ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান অঞ্চলে আরেকটি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে দেশটিকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে প্রচার চালিয়ে আসা জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রেইগ মোকহিবার এই পুরস্কারকে বলেছেন ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা’।