যশোরের বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত 

যশোর প্রতিনিধি 
যশোরের বেনাপোলে বেগুন ক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত বোমার বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এদিকে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রামে নিজেদের বাড়ির পাশের বেগুন ক্ষেতে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া।
ওই কিশোরের নাম মুরাদ হোসেন(১৬)।সে শার্শা উপজেলার বেনাপোল বড়আঁচড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইঁয়া বলেন,ওই কিশোর বাড়ির পাশের বেগুন ক্ষেতের বাগান পরিস্কার করছিলেন।বাগান পরিস্কার করার সময় তার হাতের দা পড়ে থাকা একটা বোমায় আঘাত লাগলে সেটা বিস্ফোরিত হয়।সেখানে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা এসে দেখে বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।তারা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রাখছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।