যশোরে মারপিট ভাঙচুরের ঘটনায় থানায় পাঁচজনের নামে মামলা 

যশোর প্রতিনিধি 
যশোর জমা জমি বিরোধের জেরে সদরের বানিয়াগাতি গ্রামে মাষ্টার আব্দুল আলিমকে (৩২) মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী রুমিচা খাতুন (৩৩) রোববার ৯ অক্টোবর মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করা হয়। আসামিরা হলো বানিয়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে কাদের (৪০), মৃত আব্দুল মোতালেবের ছেলে আনসার (৪৫) মৃত সৈয়দ আলীর ছেলে রাকিব (৫৫) আব্দুর রশিদের ছেলে আতিকুর (২৫) ও গোলামের ছেলে মুরাদ (৪২)।
মামলায় বলা হয়েছে, রুমিচা খাতুন ২০১৩ সালে বানিয়াগাতি মৌজায় ১৩৩ ও ১৩৪ নং দাগে রুমিচার নামে ৪ শতক ও তার স্বামী মুরাদ হোসেনের নামে ৪ শতক মোট ৮ শতক জমি ক্রয় করে বসবাস করছে। রুমিচার জমির পাশে প্রতিবেশি আসামি আব্দুল কাদেরের জমি থাকায় প্রতিনিয়িত মারপিট খুন জখমসহ বাড়ি ঘর ভেঙ্গে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। রুমিচাদের জমি দখল করার জন্য পূর্বপরিকল্পিত ভাবে আসামি রাকিব অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোনের মাধ্যমে রুমিচার আপন বড় ভাই মাস্টার আব্দুল আলিমকে ডেকে ৭ অক্টোবর সকালে যশোর খুলনা মহাসড়কের পাকা রাস্তার দক্ষিণ পাশে পিলারের সাথে রশি দিয়ে বেধে রাখে। আসামি আনসারের হুকুমে অন্যান্য আসামিরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা, বুক ও ঘাড়ে মারপিট করে গুরুত্বর রক্তাত্ত জখম করে। মারপিটের কারণে মাস্টার আব্দুল আলিম রক্ত বমি করে। এ সময় আসামি রাকিব আমার ভাইয়ের পাঞ্জাবির বুক পকেট থেকে ২৪৫০ টাকা নিয়ে নেয়। মাস্টার আব্দুল আলিমের চিৎকারে স্থানীয়রা ঘটনা দেখে মাস্টার আব্দুল আলিমের স্ত্রী রুকাইয়া খাতুনকে খবর দেয়। রুকাইয়া ভাইকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে অবস্থানের কারণে রুমিচাদের বাড়ি ফাঁকা পেয়ে আসামিরা আমাদের ঘরে ঢুকে আসবাব পত্র ভাংচুর করে। আমাদের জমির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে। আমাদের সীমানার তারকাটার বেড়া পিলার ভাংচুর করে। এতে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। আমাদের বসত ঘরের শো কেচের ড্রয়ার থেকে আসামি কাদের ৩৫শ টাকা নিয়ে নেয়। এ ঘটনার সুবিচার চেয়ে জমি দখলবাজদের বিরুদ্ধে আমরা মামলা করি।