যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশের সাফল্য

যশোর প্রতিনিধি
গত ১১ মাসে যশোর জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাস ব্যাপক সফলতা নিয়ে গত বৃহস্পতিবার যশোর থেকে বিদায় নিলেন৷ তিনি আগামী রোববার নতুন কর্মস্থাল বাগের হাট জেলায় যোগদান করবেন৷ সোমেন দাস স্বল্প সময়ে এত বেশি সফলতা, যশোর ডিবি পুলিশে ইতিহাসে গত ২০ বছরেও দেখতে পাইনি যশোর বাসি৷ মাত্র ১১ মাসে তিনি অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি একাধিক চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ ও প্রতারনার ঘটনার অসংখ্যা মামলার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটন করে তিনি তার দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, আন্তরিকতা ও সততার অনন্য নজির স্থাপন করেছেন। তিনি যশোর ডিবি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তী উজ্জল করেছেন। তার নেতৃত্বে গোয়েন্দা শাখা, যশোর আজ যশোর বাসির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে নয় একজন টিমলিডার হিসাবে ডিবি পুলিশের নেতৃত্ব দিয়েছেন। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে প্রথম কর্মস্থল ছিল। জনস্বার্থে তাহাকে যশোর থেকে বাগেরহাট জেলায় বদলী করা হয়েছে। তার মত পুলিশ অফিসার বাহিনীর গর্ব বলে সাধারণ জনগন মনে করে এবং তিনি এভাবে সফলতার সাথে পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিবেন বলে আপামর যশোরবাসি বিশ্বাস করেন।