যশোর প্রতিনিধি
জমি ক্রয়ের কথা বলে স্কুল শিক্ষকের নিকট থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় পুলিশ প্রদীপ কুমার ঘোষকে আটক করেছে। সে সাতক্ষীরার তালা উপজেলার ঘোষনগর গ্রামের সুবোধ ঘোষের ছেলে। সোমবার সকালে যশোর ডিবি পুলিশ তাকে আটক করে।এসময় আত্মসাতকৃত টাকার মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,জার্মান প্রবাসী পরিচয় দিয়ে জমি ক্রয়ের কথা বলে সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রীতা রাণী দাসের নিকট থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাত করেন প্রদীপ কুমার ঘোষ ওরফে সঞ্জিত ওরফে সৌম্মদীপ ঘোষণ। জমির দলিল তৈরি করার নামে প্রধান শিক্ষিকার এনআইডি কার্ডের ফটোকপি-২ কপি, পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি, নন-জুডিশিয়াল ব্লাংক স্টাম্পে স্বাক্ষর স্বাক্ষর সম্বলিত ব্যাংক চেক-৩টি নিয়ে যায় প্রতারক। এ ঘটনায় মামলা হলে যশোর ডিবি পুলিশের এসআই শামীম হোসেন তদন্ত শুরু করেন।
ডিবি পুলিশের ওসি সোমেন দাসের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোরে প্রদীপ ঘোষের বাড়ি থেকে তাকে আটক করে। এসময় আত্মসাতকৃত ১০ লাখ৯৭ হাজার টাকা, স্বাক্ষরিত নন জুডিশিয়াল স্টাম্প, তিনটি মোবাইল সেট, ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।