যশোরে গাঁজা ও ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার-৭

বিশেষ প্রতিনিধি
পুলিশের বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে এক নারীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আমিনুর জামান শাহীনের ছেলে খালেদুর রহমান শোভন,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ৪নং ঘিবা বিজিবি ক্যাম্পের সামনে মৃত হানিফ বিশ^াসের ছেলে রফিকুল ইসলাম,যশোর সদর উপজেলার কাজীপুর (মোল্লাপাড়া) গ্রামের নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম,সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মৃত সুলতান বিশ^াসের ছেলে আসাদুল,সদর উপজেলার তীরেরহাট (পশি^মপাড়া) গ্রামের মৃত আবুল খায়ের বিশ^াসের ছেলে হাইনুর রহমান,বরিশাল জেলার উজিরপুর থানার দামুড়া গ্রামের বর্তমানে যশোর শহরের কাজীপাড়া (মানিকতলা) এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সিরাজুল ইসলাম ওরফে শান্ত ও যশোর শহরের শংকরপুর টিপুর বাড়ির পাশের্^ মৃত মুন্তাজ আলীর মেয়ে শিরিনা বেগম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা সাতটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, বুধবার ২৬ জুলাই সকালে ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলষ্টেশন ২নং গেটের পাশের রুপসা হোটেলের সামনে গাঁজা বিক্রিরত অবস্থায় শিরিনা বেগমকে গ্রেফতার করে। এসময় সকাল সাড়ে ১০ টায় তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ জুলাই রাত ১১ টায় শহরের দড়াটানা ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশ থেকে সিরাজুল ইসলাম ওরফে শান্তকে ২৫০ গ্রাম গাঁজাসহ,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ জুলাই রাত ১০ টায় সদর উপজেলার মথুরাপুর গ্রামের জনৈক জাহাঙ্গীরের মুদি দোকানের সামনে থেকে হাইনুর রহমান নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৫০ গ্রাম গাঁজা,কোতয়ালি থানার এক এএসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ জুলাই রাত সোয়া ৯ টায় সদর উপজেলার সাতমাইল কাঁচা বাজারস্থ খান কফি হাউসের সামনে থেকে আসাদুল নামক এক গাঁজা বিক্রেতাকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫জুলাই রাত পৌনে ১০ টায় সদর উপজেলার কাজীপুর ২নংওয়ার্ডের দক্ষিণপাড়া লিটনের চা-পানের দোকানের সামনে থেকে নজরুল ইসলাম নামে এক গাঁজা বিক্রেতাকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ জুলাই রাত  আনুমানিক ৮ টায় শহরের ষষ্টিতলা পিটিআই জামে মসজিদের সামনে থেকে রফিকুল ইসলাম এক মাদক বিক্রেতাকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ২৫ জুলাই বিকেল ৩ টায় শহরের ষষ্টিতলা পাখিপট্টি সাহেব পাখি ঘর নামক দোকানের সামনে থেকে ইয়াবা বিক্রেতা খালেদুর রহমানকে ২২পিস ইয়াবাসহ গ্রেফতার করে।#