যশোরে শিক্ষানবিশ লাইনম্যান বিদ্যুতের তারে জড়িয়ে নিহত

যশোর প্রতিনিধি
যশোরের রূপদিয়া নরেন্দ্রপুর রেলগেটে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে রমজান (২৫) নামে পল্লী বিদ্যুতের শিক্ষানবিশ লাইনম্যান বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছেন।
 যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর রূপদিয়া সাব স্টেশনের শিক্ষানবিশ লাইনম্যান রমজান ও ফারুক রূপদিয়া রেলগেটে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এ সময় প্রথমে বিদ্যুতের লাইন অফ ছিল। হঠাৎ সাবস্টেশন থেকে বিদ্যুৎ লাইন চালু করায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রমজান বিদ্যুতের পিলারে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ আসায় তাৎক্ষণিক তার থেকে সিটকে বেল্টে ঝুলতে থাকেন। এ সময় বিল্লালের দু’হাত এবং শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে ফোন দিলে পুনরায় লাইন বন্ধ করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন পিলারে ওঠে রসি টাঙিয়ে বিল্লালকে নিচে নামিয়ে আনেন এবং যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপাওে বক্তব্য নেওয়ার জন্য রুপদিয়া অভিযোগ কেন্দ্রে বারবার ফোন দিলেও তা কেউ রিসিভ করেননি।