যশোর ইয়াবা ও গাঁজা উদ্ধার  তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
৯০পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট (পশ্চিম পাড়া জুলির বাড়ীর ভাড়াটিয়া) মৃত রহমান গাজীর ছেলে মুন্না গাজী,বাগেরহাট জেলার কচুয়া থানার বর্তমানে যশোর শহরের শংকরপুর (জাহাঙ্গীরের বাসা) এর এসকেন্দার খাঁ এর ছেলে মনিরুল ইসলাম ও শংকরপুর (কেন্দ্রীয় বাসা টার্মিনালের সামনে ) আব্দুল আজিজের ছেলে সাকিব হাসান। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি সূত্রে জানাগেছে,শনিবার ২২ জুলাই রাত ১০ টার পর ডিবি’র একটি চৌকসটিম গোপন সূত্রে খবর পান শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে জনৈক মনি বাবু ওরফে মনির হোসেনের পানের দোকানের সামনে জনৈক দু’জন মাদক বিক্রেতা অবস্থান নিয়ে তারা মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে ৫০পিস  ইয়াবা ও সাকিব হাসানের দখল হতে ৪০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ শনিবার ২২ জুলাই রাত ৯ টায় শহরের সরকারি এম এক কলেজের দক্ষিণ গেটের সামনে থেকে মুন্না গাজীকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপতার করে।  পরে গ্রেফতারকৃতদের কোতয়ালি থানায় সোর্পদ করে মাদক আইন মামলা দেন। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করে।