যশোরে র‌্যাবের হাতে গুলি ভর্তি পিস্তল ম্যাগজিন ও চাকুসহ গ্রেফতার দুই

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল গভীর রাতের শহরের লাল দিঘীর পাড়ের নৈয়রিন টাওয়ার এর ১০তলা ভবনে অভিযান চালিয়ে তানজিম চাকলাদার ওরফে রাজিব ও তার সহযোগী ইমরান হোসেন নামে দু’জনকে একটি বিদেশী ৫ রাউন্ড গুলি ভর্তি পিস্তল,একটি ম্যাগজিন ও একটি টিপ চাকুসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,র‌্যাবের ডিএডি জাফর আলী খানসহ একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাত সোয়া ১ টার সময় শহরের মনিহার মোড়ে অবস্থান করা কালে গোপন সূত্রে খবর পান শহরে পৌরসভার ৬নং ওয়ার্ড লাল দিঘীর পাড় জনৈক পান্নু চাকলাদারের নৈয়রিন টাওয়ার এর ১০ তলা ভবনের ছাদের উপরে কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী,মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত খবরের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার পর উক্ত ভবনে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছাদে থাকা মাদক ও অস্ত্রধারীরা কৌশলে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় র‌্যাবের হাতে  তানজিম চাকলাদার ওরফে রাজিব ও ইমরান হোসেন গ্রেফতার হয়। পরে স্থানীয় লোকজন ও র‌্যাবের সদস্যদের সামনে গ্রেফতারকৃতর তানজিম চাকলাদার ওরফে রাজিবের পরনের ট্রাউজারের ডান পকেট হতে একটি আমেরিকার তৈরী পিস্তল,৫রাউন্ড গুলি,১টি ম্যাগজিন ও  ইমরান হোসেনের পরনের প্যান্টের ডান পকেট হতে সিলভার রংয়ের ১টি টিপ চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীরা তাদের কাছে থাকা অস্ত্রের ব্যাপারে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের কোতয়ালি থানায় সোপর্দ করে রোববার ২৩ জুলাই সকালে  অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে।#