যশোর শহরে বাড়ির ছাদ থেকে এসি চুরির অভিযোগে পাঁচ চোরের বিরুদ্ধে মামলা 

যশোর প্রতিনিধি 
শহরের পূর্ব বারান্দীপাড়া ২নং কলোনীর এক বাড়ির ছাদের উপর থেকে এয়ারকন্ডিশনের ৫০ হাজার টাকা মূল্যের একটি আউট ডোর এসি চুরির অভিযোগে বাদি ৫ চোরকে সনাক্তসহ অজ্ঞাতনামা ১ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছে। বৃহস্পতিবার ২০ জুলাই রাতে শহরের পূর্ব বারান্দীপাড়া ২নং কলোনীর বর্তমানে শেখহাটি বাবলাতলা ঢাকা রোডের মৃত আব্দুর রউফের ছেলে মোহাম্মদ নাজমুল আলম বাদি হয়ে মামলাটি করেন। মামলায় ৫জনের নাম উল্লেখ করেছে। এরা হচ্ছে,পূর্ব বারান্দী পাড়া ২নং কলোনীর এলিম মোল্যার মোল্লার ছেলে মোহাম্মদ আশিক, একই এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে আফজাল, আব্দুর রশীদের ছেলে মিতুল, শহরের আরএনরোড মসজিদ গলির আব্দুর রহমানের ছেলে রিয়াদ ওরফে রিয়াজ (কানা রুবেলের ভাই) ও শরিফুল ইসসলামসহ অজ্ঞাতনামা ১জন।
বাদি মামলায় উল্লেখ করেন,তিনি প্রায় সময় তার বর্তমান ঠিকানায় বসবাস করেন। তবে তার স্থায়ী ঠিকানা পূর্ব বারান্দীপাড়া ২নং কলোনীর বাড়িতে যাবতীয় ফার্ণিচারসহ এয়ারকন্ডিশন লাগানো আছে। উক্ত বাড়ির ছাদে বাসায় ব্যবহৃত এয়ারকন্ডিশনের ১টি আউটডোর এসি লাগানো ছিল। গত ১৭ জুন রাত ৭ টায় বাদি তার স্থায়ী ঠিকানার বাসা থেকে বর্তমান ঠিকানার বাসায় চলে যান। তখন এসির আউটডোর ছিল। গত ১৮ জুন সকাল ৯ টায় বাদির ভাতিজা রাতুল বাদিকে ফোন করে জানায় তার বাসার এসির আউটডোর চুরি হয়ে গেছে। বাদি তাৎক্ষনিক তার স্থায়ী ঠিকানার বাসায় যান। দেখেন তার এসির আউটডোর নেই। পরে বাদি স্থানীয় লোকজন এবং তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন। এক পর্যায় বাদি জানতে পারেন যে বাদির পাড়ার মোহাম্মদ আশিক, আফজাল,মিতুল রিয়াদ ওরফে রিয়াজের পরামর্শে ও শরিফুল ইসলামের সহযোগিতায় গত ১৭ জুন রাত ৮ টা হতে ১৮জুন সকাল ৮ টার মধ্যে যে কোন সময় বাদির বাসার ছাদ থেকে এসির আউটডোর চুরি করে নিয়ে যায়। উক্ত আউটডোর রিয়াদ ওরফে রিয়াজের কাছে হস্তান্তর করেন। বাদি খবর পেয়ে মোহাম্মদ আশিকের পিতার কাছে বিষয়টি জানালে তিনি ২৪ ঘন্টার সময় নেয়। পরে স্বীকার করেন তার এসি আউটডোর চুরি করেছে। তার ফেরত দিবে। তবে আজ না কাল বলে ফেরত দেওয়ার কথা বলেও ফেরত না দেয়ায় বাদি থানায় মামলা করেন।