এক দফা দাবিতে যশোর জেলা বিএনপি পদযাত্রা পূর্বক সমাবেশ অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি যশোর জেলা বিএনপির পদযাত্রা পূর্বক সমাবেশে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বর্তমান কতৃত্ববাদী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। সময় খুব সীমিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন,নাকি জনগণের ওপর ছেড়ে দিবেন। নিজে ইচ্ছায় পদত্যাগ না করে,যদি জনগণের ওপর ছেড়ে দেন,তাহলে কোন পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ আপনার ওই অবৈধ ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ফেলবে,সেটি জনগণই ভালো জানে। সেখানে বিএনপি কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। আজ এই সরকারের বিরুদ্ধে বিএনপি যে আন্দোলন করছে,এটি কেবল বিএনপির একার নয়,এর সাথে সমগ্র জনগণ জড়িয়ে গেছে। সমগ্র বিশ্ববাসী আজ একই দাবিতে কথা বলছে।

বতর্মান সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যদিও সকাল ১১ টায় পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল,কিন্তু সকাল থেকেই জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট,অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা একের পর এক  মিছিল সহকারের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। একটা পর্যায় জেলা বিএনপিসহ এর গোটা আশপাশ এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়।
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্র,ভোটাধিকার,আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের ৬ শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। ৫ হাজারের অধিক নেতাকর্মী সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী দ্বারা এমনকি সরকারের প্রকাশ্য মদদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুনের শিকার হয়েছেন। হাজার হাজার নেতা কর্মী পঙ্গত্ব বরণ করেছেন। তারপরও আমরা রাজপথে অবিচল রয়েছি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে। অথচ বিগত ১৫ বছর ধরে যে দাবি নিয়ে আমরা রাজপথে কথা বলছি, সেই দাবি নিছক বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সেই দাবির সাথে জনগণের ভাগ্য জড়িয়ে আছে। আজ বাংলাদেশ বন্ধু প্রতীম রাষ্ট্রগুলোর পাশাপাশি সমগ্র বিশ্ববাসীও সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে একই  কথা বলছেন।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,সদস্য অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,আবুল হোসেন আজাদ,প্রকৌশলী টি এস আইয়ূব,সাবিরা নাজমুল মুন্নি,জেলা কমিটির সদস্য মিজানুর রহমান খান,মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেন,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু,অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন,জেলা বিএনপির সদস্য অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল। এরপর দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে মনিহারস্থ খুলনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনিন্দ্য ইসলাম অমিত, সংক্ষিপ্ত বক্তৃতায় পদযাত্রায় অংশ নেওয়া জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট ও অঙ্গ,সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।#