যশোরে গৃহবধূর বুদ্ধিমত্তার পরিচয়ে ঘরে থাকা দুই চোর আটকের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
এক গৃহবধূর বুদ্ধিমত্তার পরিচয়ে ঘরে থাকা দুই চোরকে স্থানীয় লোকজন ধরে গণধোলাই দিয়েছে। ঘটনাটি যশোর শহরের বকচর এলমার্কেট এর পিছনে পাপ্পুর বাসার ভাড়াটিয়া ইতালী প্রবাসী রফিকুল ইসলামের ঘরে। আটককৃত চোরেরা হচ্ছে,যশোর শহরের বারান্দীপাড়া ( মোল্লাপাড়া) বর্তমান বকচর হুশতলা এলাকার জাকির হোসেনের ছেলে কামরুজ্জামান জীবন ও বকচর হুশতলা কবরস্থানের পাশে) ইসরাইলের ছেলে সোহান। এ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা ১/২ জন ছিল বলে গৃহবধূ ধারণা করেছেন। গ্রেফতারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করে কোতয়ালি থানায় রোববার দিবাগত গভীর রাতে মামলা  করেছেন।
মামলায় বাদি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বর্তমানে শহরের বকচর  এল মার্কেটের পিছনে পাপ্পুর বাসার ভাড়াটিয়া ইতালী প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী জাহানারা আক্তার পিয়া উল্লেখ করেন,তার স্বামী দীর্ঘ ৮ বছর  যাবত ইতালী প্রবাসী। গৃহবধূ বর্তমান ঠিকানায় ৫/৬ বছর যাবত ভাড়ায় বসবাস করে আসছেন। গত রোববার ১৬ জুলাই রাত ৯ টায় ভাড়া বাসার ঘরের দরজা খোলা রেখে গৃহবধূ  পাশের বাসায় যান। সাড়ে ৯টায় সময় বাসায় ফিরে দরজায় অপরিচিত ব্যক্তির স্যান্ডেল দেখে দরজার বাইরে থেকে দরজা বন্ধ করে ডাক চিৎকার করৈেল আশপাশের লোকজন এসে দরজা খোলে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের আলমারি,ওয়াড্রপ খোলা এবং সমস্থ আসবাবপত্র এলোমেলো। ঘরের পূর্ব পাশের জানালা খোলা। তল্লাশী করে দরজার আড়ালে থাকা অজ্ঞাতনামা ২ জন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গৃহবধূর বাসায় সঙ্গোপনে প্রবেশ করে চুরির কথা স্বীকার করলে উত্তেজিত জনতা চোরদের মারপিট শুরু করে।তারা উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে। স্থানীয় লোকজনের সামনে গৃহবধূ ঘরে খোজাখুজি করে ঘরের আলমারিতে থাকা তার গলার চেইন লকেটসহ ১ভরি, ১টি আংটি ৬ আনা, ৩ জোড়া কানের দুল ১০ আনাসহ ২ভরি মূল্য ১লাখ ৬০ হাজার টাকার স্বর্নালংকর পার্স ব্যাগে থাকা নগত ১২শ’ টাকা,আলমারিতে থাকা নগদ ২লাখ ১০ হাজার টাকাসহ সবমোর্ট ৩লাখ ৭১ হাজার ২শ’ টাকা পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে গ্রেফতারকৃত চোরেরা জানালা দিয়ে তাদের সহযোগী অজ্ঞাতনামা ১/২ জনের মাধ্যমে স্বর্ণালংকর ও টাকা সরিয়ে ফেলেছে। কামরুজ্জামান জীবনের পকেটে থাকা একটি ধারালো চাকু ও সোহানের পকেটে থাকা গৃহবধূর পার্সের ব্যাগের নগদ ১২শ’ টাকা উদ্ধার করে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ উক্ত বাড়ি হতে দুই চোরকে হেফাজতে গ্রহন করেন। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে।#