যশোর মনিরামপুরে ইটভাটার মেশিনে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলায় ইটভাটার কাঁদা মিক্সিং মেশিনে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার শরুপদাহ গ্রামের বোল্ড ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (৪৫)। তিনি মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই ভাটায় কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে জাকির ভাটার কাঁদা মিক্সিং মেশিন চালিয়ে গিয়ার বন্ধ করে ভেতরে মাটি পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ মেশিনের গিয়ার অটো পড়ে গেলে তিনি মাটির সঙ্গে মিশে মেশিনের ভেতর আটকা পড়েন। সহকর্মীরা চিৎকার শুনে ছুটে এসে মেশিন বন্ধ করলেও ততক্ষণে জাকির মারা যান।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Read more