যশোর অফিস
যশোর শহরের আরএন রোডের হামীম মটরস নামের একটি মোটরসাইকেল বিক্রির দোকান থেকে একটি ককটেল উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কোতয়ালী থানার এসআই ইকবালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ককটেলটি উদ্ধার করে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হামীম মটরসে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। তবে ঘটনার পরপরই দোকানের মালিক যশোরের মান্দারতলা এলাকার বোরহান উদ্দিন কালু পালিয়ে যায়।
কোতয়ালী থানার এসআই ইকবাল বলেন,“আমরা দোকান থেকে একটি ককটেল উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।