যশোরে উঠতি বয়সের তিন সন্ত্রাসী সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
শহরের পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকায় উঠতি বয়সের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড করার প্রস্তুতির সময় পুলিশ একটি সুইচ গিয়ার চাকুসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,শহরের বারান্দীপাড়া ঢাকা রোড হাফেজী মাদ্রাসার পাশের্^ ফারুক হোসেনের ছেলে রাকিব হাসান ওরফে ভাইপো রাকিব,পূর্ব বারান্দীপাড়া বাঁশতলার আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে রমজান আলী নয়ন ও একই এলাকার রমজান শেখ এর ছেলে সজিব শেখ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গভীর রাতে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলাটি করেন,যশোর সদর পুলিশ ফাঁড়ীর এটিএসআই জসিম উদ্দিন। গ্রেফতারকৃত আসামীদের ২০ জুন মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বাদি উল্লেখ করেন, সোমবার ১৯ জুন রাতে সদর পুলিশ ফাঁড়ী এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় রাত পৌনে ৯ টায় পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, পূর্ব বারান্দী বাঁশতলা মিলন এর মুদি দোকানের সামনে কতিপয় উঠতি বয়স্ক যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। রাত ৯ টায় উক্ত এটিএসআইসহ একদল ফোর্স সেখানে অভিযান চালায়। আসামীরা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।  এ সময়  রাকিব হাসান ওরফে ভাইপো রাকিবের পকেটে থাকা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে।#