বাগআঁচড়া নাসিং হোমের কর্মী রিপা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সহকর্মী মা-মেয়ের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি 
শার্শার বাগআঁচড়া নাসিং হোমের কর্মী রিপা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সহকর্মী মা-মেয়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার রিপার ভাই কালিয়ানী গ্রামের বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহেম্মদ অভিযোগের তদন্ত করে শার্শা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জেলেহার খাতুন ও তার মেয়ে আসমা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, বাগআঁচড়া নার্সিংহোমে চাকরির সুবাকে রিপার সাথে পরিচয় আসামি আসামা খাতুনের। আসামিরা চাকরির পাশাপাশি মাদক বিক্রি করত। আসমা মাদক বিক্রির উদ্দ্যেশে রিপাকে টার্গেট করে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। মাঝে মধ্যে আসামিরা রিপাকে তাদের বাড়িতে নিয়ে যেত। একপর্যায়ে রিপা মাদকাশক্ত হয়ে পড়ে। নাসিংহোম থেকে উপার্জিত সমদুয় অর্থ আসামিদের দিয়ে মাদক সেবন করত। একর্পায়ে রিপা আসামিদের কাছ থেকে বাকিতে মাদক সেবন করতে থাকে। পাওনা টাকা নিয়ে আসমা ও তার মা রিপাকে আজেবাজে কথা বলতো। রিপা জমি বিক্রি করে আসামিদের পাওনা টাকা পরিশোধ করবে বলেও বাড়িতে জানায়। গত ৮ মে আসামিরা পাওনা টাকার জন্য রিপাকে মারপিট ও গালিগালাজ করে আত্মহত্যার করতে বলে। রিপা বাড়িতে যেয়ে টাকা জোগাড় করতে না পেয়ে সকলের অগচোরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা পরে খুলনা সিটি হসপিটালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে মারা যায়। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।