যশোরে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে দু’জনের নামে মামলা

যশোর প্রতিনিধি 
সদর উপজেলার বসুন্দিয়া যশোর-আফরা সড়কের ২৪৩ ন গাইদগাছি মৌজায় এসএ খতিয়ান নং ৩,দাগ নং ১১ রাস্তার সীমানার মধ্যে হতে ১৬ লাখ টাকা মূল্যের রেন্ট্রি গাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগে দু’জনের বিরুদ্ধে সোমবার ১২ জুন রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর জেলা পরিষদের বৃক্ষ সংরক্ষনের দায়িত্বে নিয়োজিত কর্মচারী মৃত আলতাপ হোসেনের ছেলে আশরাফ হোসেন। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে রবিউল ইসলাম ও গাইদ গাছি গ্রামের মৃত মোহাম্মদ মোল্যার ছেলে রজব আলীসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ৮জুন সকাল ১১ টায় জেলা পরিষদ কর্তৃপক্ষ বিশেষ সূত্রে জানতে পারেন জেলা পরিষদের মালিকানাধীন যশোর-আফরা সড়কের সর্দ উপজেলার ২৪৩ নং গাইদগাছি মৌজায় এসএ খতিয়ান নং৩,দাগ নং ১১, রাস্তার সীমানার মধ্যে হতে বসুন্দিয়া আফরা মোড় হতে রেলষ্টেশন সড়ক উক্ত দু’জন আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬জন পরস্পর যোগসাজসে খুব বড় ১টি জীবিত ও মূল্যবান রেন্ট্রি গাছ অবৈধভাবে চুরি ও কর্তন করে অজ্ঞাতস্থানে নিয়ে যাচ্ছে। বাদি জেলা পরিষদের কর্তৃপক্ষের আদেশে ঘটনাস্থলে যেয়ে গাছ চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। চুরি যাওয়ার গাছের মূল্য ১২ লাখ টাকা এর মধ্যে জ¦ালানী যোগ্য কাঠসহ বড় বড় ডাল অজ্ঞাত স্তানে নিয়ে গেছে যার আনুমানিক মূল্য ৪লাখ টাকা। স্থানীয় ভাবে বাদি খোজ খবর নিয়ে আরো জানতে পারেন আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা সরকারী বিভিন্ন দপ্তরের নাম করে জেলা পরিষদের রাস্তাসহ বাংলাদেশের রেলওয়ে জমি থেকে জীবিত ও মূল্যবান গাছ প্রায়ই অবৈধভাবে ও চুরি করে কর্তন করে থাকে। আসামীরা স্থানীয়ভাবে প্রভাবশালী ও অত্যন্ত চালাক প্রকৃতির ব্যক্তি। নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য সরকারী তখা জেলা পরিষদের রাস্তার মূল্যবান গাছ অবৈধভাবে ও চুরি করে কর্তন করে থাকে।#