শহরের পুলিশ প্লাজা মেলার মধ্যে দুইটি বার্মিজ চাকুসহ চার কিশোর সন্ত্রাসী গ্রেফতার

যশোর প্রতিনিধি 
যশোর শহরের গাড়ীখানায় পুলিশ প্লাজার মেলার মধ্যে বার্মিজ চাকু নিয়ে জনমনে ভীতি ও আতংক সৃষ্টির অভিযোগে চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও তাদের সহযোগী অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরুদ্ধে দুপুরে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শারুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার দাউদ হোসেনের ছেলে জিসান ওরফে ভাগ্নে জিসান, যশোর শহরের পোষ্ট অফিসপাড়া সিভিল কোর্টের সামনে বর্তমানে শংকরপুর ভাঙ্গারীপট্টি এলাকার বকুল শেখের ছেলে শান্ত শেখ, ফরিদপুর জেলার সালথা থানার ফুকরা গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার ফারুক তালুকদারের ছেলে হাসিবুল ইসলাম ও যশোর শহরের শংকরপুর আশ্রম রোড এলাকার ইউসুফ শেখের ছেলে গোলাম রাব্বি। এ সময় অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর পুলিশ শনিবার ১০ জুন সকালে শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, শহরের গাড়ী খানা রোডস্থ পুলিশ প্লাজা নামক মেলার মধ্যে নাগলদোলা ও নৌকা রাইডসের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় কতিপয় উঠতি বয়স্ক যুবক যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। এ সংবাদের ভিত্তিতে বেলা ১১ টায় সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে জিসান ওরফে ভাগ্নে জিসান ও শান্তর কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ও  তাদের অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরের পরে আদালতে সোপর্দ করা হয়।#