যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে চুরি হওয়া একটি ট্রাকের সন্ধান পাওয়া গেছে মানিকগঞ্জে

যশোর প্রতিনিধি  যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে গত ১৮ এপ্রিল চুরি হওয়া একটি ট্রাকের সন্ধান পাওয়া গেছে মানিকগঞ্জে। একদল চোর ট্রাকটি (যশোর-ট-১১-১২৮৪) চুরি করে মানিকগঞ্জে নিয়ে গিয়ে তা কেটে বিক্রি করে দেয়। পুলিশ ট্রাকের বডি, ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে আটক করে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ। এছাড়া, ট্রাকের মালিক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি সরদার বাগডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম যশোর কোতয়ালি থানায় জনি নামে এক যুবককে আসামি করে এজাহার করেছেন। জনি মানিকগঞ্জ সদর উপজেলার মিকশিমিল গ্রামের আকিজ গ্রুপের পশ্চিমপাশের মোহাম্মদ হানিফের ছেলে।

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, মানিকগঞ্জ গিয়ে জানাগেছে এই ট্রাক চোরচক্রের মূলহোতা জনি। বাকিরা তার সহযোগী। তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এরপর সুযোগ বুঝে ট্রাকসহ বিভিন্ন যানবাহন চুরি করে মানিকগঞ্জ নিয়ে যায়। সেখানে সেগুলো কেটে বিক্রি করে থাকে। তিনজনকে সাটুরিয়া থানা পুলিশ আটক করলেও মূলহোতা জনি পলাতক রয়েছে। তিনি মানিকগঞ্জ কারাগারে আটক ওই তিনজনকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য  সেখানকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছেন।