যশোরে আলাদা অভিযানে মাদক উদ্ধার নারীসহ গ্রেফতার-৩

বিশেষ প্রতিনিাধি
পুলিশ ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি গাঁজা,৩শ’ ৫৫পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে এক নারীসহ তিনজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া কলোনী পাড়া ২নং  ওয়ার্ডের মৃত অমীর আলীর ছেলে অজেত আলী,যশোর শহরের পূর্ব বারান্দী ( মোল্লাপাড়া)র জয়নাল আবেদীনের ছেলে বাদশা হাওলাদার ও সদর উপজেললার বসুন্দিয়া কলোনীপাড়া ইমরান খাঁনের স্ত্রী ও ওয়াজেদ আলীর মেয়ে মোছাঃ বিথী বেগম। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ওই ফাঁড়ীর এক এএসআইসহ একদল পুলিশ গত ২৩ এপ্রিল গভীর রাত ১২ টার পর শহরের বড় বজারস্থ এইচএম রোডের খুলনা বেকারী সামনে একটি মোটর সাইকেল এমা  কোম্পানীর যার রেজিষ্ট্রেশন নং (যশোর ল-১২-৮৯৮৭) আরোহীকে সন্দেহ হলে থামার সংকেত দেয়। পরে মোটর সাইকেল ফেলে আরোহী পালিয়ে গেলে মোটর সাইকেলে থাকা ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় উক্ত মোটর সাইকেলে আরোহী অজ্ঞাতনামা যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপরদিকে,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়  ক সার্কেল সূত্রে জানাগেছে, ওই সার্কেলের একটি টিম বুধবার ২৬ এপ্রিল দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কলোনী পাড়াস্থ মোছাঃ বিথী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসাহ বিথী বেগমকে গ্রেফতার করে। সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ফাঁড়ীর এক এটিএসআইসহ একদল পুলিশ বুধবার ২৬ এপ্রিল বিকেলে শহরের পূর্ব বারান্দী ( মোল্লাপাড়া) এলাকার বাদশা হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে বাদশা হাওলাদারকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৩০৫পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বুধবার ২৬ এপ্রিল  বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ২নংওয়ার্ডের কলোনী পাড়াস্থ অজেত আলীরবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ অজেত আলীকে গ্রেফতার করে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মাদক আইনে মামলা হয়েছে। #