পদ্মা সেতুতে ২৩ মোটরসাইকেলচালককে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতু পারপারের সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২৩ মোটরসাইকেলচালককে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন পয়েন্টে তাদের জরিমানা করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন রয়েছে। চালকরা লেন ছেড়ে অন্য লেনে গিয়ে সরকারি নির্দেশনা অমান্য করেছেন। সেইসঙ্গে নিয়ম ভঙ্গ করেছেন কয়েকজন। এ জন্য ২২ মোটরসাইকেলচালককে তিন হাজার টাকা করে এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুর রহমান বলেন, ছয় নির্দেশনা মেনে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় ২৩ মোটরসাইকেলচালককে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।