যশোর প্রতিনিধি
যশোরে পূর্ব শত্রæতার জের ধরে হাসান আলী নামে এক পথচারিকে মারপিটের পর তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী হাসান আলীর পিতা আহাদ আলী বাদী হয়ে আটক রনিসহ দুইজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আটক রনি বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের হাবিবার মোল্যার ছেলে। এই মামলায় কাওছার আলীর সরদারের ছেলে শাহিনকে পলাতক আসামি করা হয়েছে।
বাদী বাঘারপাড়ার জয়নগর গ্রামের বাসিন্দা। তার ছেলে হাসান আলী স্ত্রী সন্তান নিয়ে নিজস্ব মোটরসাইকেলে সদর উপজেলার ভগবতীতলা গ্রামের আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন। হাসান আলীর ভগ্নিপতি হন আবুল কালাম। ১৮ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ভগ্নিপতির কাছ থেকে পাওনা এক লাখ ৮০ হাজার টাকাসহ হাসান আলী স্ত্রী-সন্তান নিয়ে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা করেন। সদর উপজেলার ইছালী গ্রামের পূর্বপাড়া খোকনের বাড়ির সামনে পৌছানো মাত্র আসামিরা হাসান আলীর মোটরসাইকেল থামিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায় হাসান আলী মাটিতে পড়ে গেলে তার পকেটে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামিরা। এই ঘটনায় মামলা করা হলে পুলিশ রনিকে আটক করে আর শাহিন পলাতক রয়েছে